সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৩
স্টাফ রিপোর্টার।।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি।

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। দাউদকান্দি প্রেস ক্লাবের আয়োজনে সোমবার বেলা ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর দাউদকান্দি প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোঃ জাকির হোসেন হাজারী, মোঃ হানিফ খান, বাসুদেব ঘোষ, ওমর ফারুক মিয়াজী, মোঃ আলী হোসেন বাবুল, কামরুল হক চৌধুরী, আব্দুর রহমান ঢালী, শহীদুল্লাহ সাদা, শামীম রায়হান, লিটন সরকার বাদল, মোঃ সেলিম আহমেদ, মামুনুর রশিদ রুবেল, আলমগীর হোসেন, মোঃ কবির হোসেন, মোঃ আসলাম, শরীফ প্রধান, হোসাইন মোহাম্মদ দিদার, সোহেল আহম্মেদ,রাসেল সুমন, আবু কোরাইশ আপেল, সাহাব উদ্দিন, মোঃ মনির হোসেন, মোঃ ইব্রাহিম খলিল, হাবিবুর রহমান, আবু তাহের নয়ন, মোঃ বিল্লাল মোল্লা, মাসুদ বিন ইদ্রিস মিলিটারী, মোঃ মেহেদী হাসান, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ শহীদুল্লাহ, সুজন সরকার, ইকরামুল হাসান ও শাকিল আহমেদ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যার মাস্টারমাইন্ড ইউপি চেয়ারম্যান বাবু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছিলেন। কিন্তু সেই মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দেন। কিন্তু মামলা খারিজের কয়েক ঘণ্টার মধ্যেই চেয়ারম্যান বাবু নিজে উপস্থিত থেকে সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যা করে। বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলাটি বিশেষ আদালতে পাঠিয়ে দ্রুত সময়ে বিচার নিষ্পত্তির দাবি জানান। বক্তারা আরো বলেন, ইতোমধ্যে নাদিম হত্যার মূলহোতা ও নির্দেশদাতা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করায় প্রশাসনের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি।

মানববন্ধনে সামাজিক সংগঠন সৃষ্টির উপদেষ্টা ডাঃ মোজাম্মেল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইব্রাহিম রাসেল সরকার,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আবুল হাসান ফারুক, সূচনা. টিভির পরিচালক মোঃ শাহজালাল (সজল রিয়াজ) অংশ নেন।