দাউদকান্দিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই,ক্ষয় ক্ষতি প্রায় দুই কোটি টাকা দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪ লিমন হোসেন দাউদকান্দি (কুমিল্লা)।। দাউদকান্দিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই,ক্ষয় ক্ষতি প্রায় দুই কোটি টাকা কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌর বাজার চেঙ্গাকান্দি ঘাটে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত আনুমানিক ৩ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী শাওন। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে৷ দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন,ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরো বলেন,কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হবে৷এদিকে সোমবার(২৭ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম ও সহকারী কমিশনার(ভূমি)রেদওয়ান ইসলাম৷ এসময় তিনি ক্ষতিগ্রস্থ দোকান গুলো ঘুরে দেখে বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসারীদের তালিকা তৈরী করে সরকারী ভাবে যতটুকু সাহায্য সহযোগিতা করার প্রয়োজন তা আমরা করবো৷ SHARES প্রচ্ছদ বিষয়: