তিতাসে প্রকাশ পান্ড ও ইমনের নামে গোমতী নদীতে চাঁদাবাজির অভিযোগ সহ থানায় মামলা। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৪ তিতাস প্রতিনিধি।। তিতাসে প্রকাশ পান্ড ও ইমনের নামে গোমতী নদীতে চাঁদাবাজির অভিযোগ সহ থানায় মামলা। কুমিল্লা জেলার তিতাস উপজেলায় জিয়ারকান্দি ইউনিয়নের গোমতী নদীতে বালুবাহী জাহাজ (বলগেট) থেকে অবৈধ ভাবে চাঁদাবাজি সহ বালুবাহী জাহাজের স্টাফদের মারধরের অভিযোগ পাওয়া গিয়েছে। তিতাস থানায় অভিযোগকারী আরিফ জানান,গত ২০ জুলাই ২০২৪ ইং বিকাল ৪.১৫ ঘটিকায় সুরাইয়া রহিমা নামক বালুবাহী জাহাজ (বলগেট)দিয়ে মুরাদনগর যাওয়ার পথে তিতাস থানার জিয়ারকান্দি ইউনিয়নের জিয়ারকান্দি নোয়াগাঁও বালুর মাঠ সংলগ্ন পাঁকা সিঁড়ির ঘাটলার সামনে পৌঁছানোর পর প্রকাশ পান্ড,ইমন সহ তাদের সহযোগীরা ট্রলার দিয়ে দেশীয় লাঠি, অস্ত্র নিয়ে আমার বলগেটে উঠে চাঁদা দাবী করে আমার স্টাফ আহম্মদ উল্লাহ চাঁদা দিতে অস্বীকার করলে প্রকাশ পান্ড,ইমন তাকে দেশীয় লাঠি দ্বারা শরীরের ভিবিন্ন স্থানে আঘাত করে ফুলা জখম করে তখন প্রানে মেরে ফেলার হুমকি দেয়,আমার আরেক স্টাফ ফয়সাল, আহম্মদ উল্লাহকে বাঁচানো জন্য ১০০০ টাকা দিতে রাজি হয় তখন ব্যাগের থেকে ১০০০ টাকা দেওয়ার সময় ফয়সালের ব্যাগের ভেতর থাকা ৩৫,০০০ টাকা সহ দুইটি মোবাইল সেট জোরপূর্বক ভাবে নিয়ে যায়,এক পর্যায়ে স্টাফদের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে চাঁদাবাজিগণ পালিয়ে যায় আর তারা হুমকি দিয়ে যায় যদি আইন আদালতে যায় হত্যা করে ফেলবে এবং নদীতে বলগেট চলাচল করিতে দিবে না। এ বিষয়ে বালুবাহী জাহাজ(বলগেট)মালিক সমিতির দাবি দীর্ঘ দিন যাবত প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে প্রকাশ পান্ড,ইমন সহ তাদের সহযোগীরা গোমতী নদীতে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে,বলগেট স্টাফরা চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর নির্যাতন ও হত্যার হুমকি দেয়।গোমতী নদীতে প্রকাশ পান্ড, ইমন সহ তাদের সহযোগীদের তিতাস থানায় ভিবিন্ন চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে।এমনকি তাদের ভয়ে কেউ গোমতী নদী হয় গৌরীপুর, আসমানীয়া, জাহাপুর,মুরাদনগর,কোম্পানিগঞ্জ,নবীনগরে বালি সাপ্লাই দিতে পারছেনা।এমন অবস্থায় প্রশাসনের সু দৃষ্টি কামনা করে দোষীদের আইনের আওতায় এনে চাঁদাবাজি বন্ধের আহবান জানান। SHARES অপরাধ বিষয়: