দেবিদ্বারে প্রতিবন্ধী ও পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ । দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মে ১৬, ২০২০ আকতার হোসেন (রবিন), দেবিদ্বার (কুমিল্লা) সংবাদ দাতা : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সাড়া পৃথীবির ন্যায় বাংলাদেশে এখন বড় আতঙ্কের নাম। যা ইতোমধ্যে কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের প্রাণ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। এপরিস্থিতিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দিন আনে-দিন খাওয়া কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভিংলাবাড়ী গ্রামে প্রতিবন্ধী ও পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিবন্ধী ও পরিবহন শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলেদেন দৈনিক যায়যায়দিন পত্রিকার মুরাদনগর প্রতিনিধি ও সাংবাদিক নেতা জালাল আহাম্মদ ও ব্যাবসাীয় মোঃ আল আমিন। এসময় প্রবাসী কল্যাণ পরিষদের সকল সদস্যেদের অর্থায়নে ভিংলাবাড়ী সাংবাদিক জালাল আহাম্মদের বাড়ীতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবন্ধী ও পরিবহন শ্রমিকদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এ খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অসহায় মানুষ গুলো। খাদ্য সামগ্রী বিতরণ কালে সাংবাদিক জালাল আহম্মদ বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের ফলে নিম্ন আয়ের মানুষজন কর্মহীন হয়ে পড়ায় তাদের মধ্যে আমার গ্রাম ভিংলাবাড়ীর প্রবাসী ভাইয়েরা তারা তাদের অর্থায়নে প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাড়িয়েছে। আমি সকল প্রবাসী ভাইদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই তাদের জন্য মন থেকে দোয়া রইল মহান আল্লাহপাক যেন দূর প্রবাসে তাদের সুস্থ রাখেন। প্রবাসী ভাইদের মতো সমাজের বিত্তবানদের এভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি। ত্রাণ সামগ্রী বিতরণে সময় উপস্থিত ছিলেন ইসমাইল মিয়া, ফিরোজ আহম্মেদ, হারুন মাষ্টার, সাবেক ছাত্রনেতা ভিপি সেলিম, হাজী মোস্তাক আহম্মেদ, আঃ আউয়াল, ইব্রহিম, বশির সরকার, রাজিব, লিটন, জহির, কিবরিয়া, ঈমান আলী, মো: আজীম, শামীম প্রমুখ। SHARES কুমিল্লা বিষয়: