কুমিল্লা দাউদকান্দিতে বশিরুল আলম মিয়াজীর নিজস্ব অর্থায়নে কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২০ দাউদকান্দি,(কুমিল্লা)সংবাদদাতাঃ বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইন্সটিউট বাংলাদেশ (আই ই বি) সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের নির্দেশনায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক বিশিষ্ঠ শিল্পপতি বশিরুল আলম মিয়াজীর নিজস্ব অর্থায়নে পবিত্র ঈদুল-উল-ফিতরকে সামনে রেখে দাউদকান্দি পৌর সভায় তিনশত ও উপজেলার দৌলতপুর ইউনিয়নে ছয়শত করোনায় কর্মহীন ও হতদরিদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পৌরসদরে সামাজিক ও শারিরীক দূরুত্ব বজায় রেখে ঈদ সামগ্রী সহায়তা হিসেবে চাল ডাল আলু তেল লবন চিনি সেমাই বিতরণ করা হয়। দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌরসভায় প্রথমে ঈদ সহায়তা শুরু করায় বশিরুল আলম মিয়াজীর প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন করোনার প্রভাবে মানুষ যতদিন কর্মহীন থাকবে ততদিন আওয়ামীলীগ ক্ষতিগ্রস্থদের সহায়তায় পাশে থাকবে। আওয়ামীলীগ নেতা বশিরুল আলম মিয়াজী করোনায় অসহায় হয়ে পড়া কর্মহীনদের সব সময় সহযোগিতার ইচ্ছা পোষন করে বলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ইন্জিনিয়ার আব্দুস সবুরের নির্দেশনায় এর আগেও আমি ১৫শত অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছি। আজ ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি এবং আগামীতে এ সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সবাইকে করোনার এই ক্রান্তিকালে অসহায়দের সাহায্যে এগিয়ে আসার অনুরোধ জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য জি এস সুমন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাত্তার তালুকদার, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোলায়মান মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক লীগ আহবায়ক খন্দকার শাহজাহান, যুগ্ন আহবায়ক বিল্লাল মজুমদার, সদস্য মনির হোসেন, মাহাবুবুর রহমান লীল মিয়া পৌর সেচ্ছাসেবকলীগ আহবায়ক ফকরুল ইসলাম সরকার, যুগ্ন আহবায়ক মনির হোসেন, আব্দুর রহমান মানিক সরকার প্রমুখ। SHARES কুমিল্লা বিষয়: