দেবিদ্বারে অসহায় মানুষের পাশে তাঁতী লীগ নেতা মোস্তফা কামাল।

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মে ২১, ২০২০
  • কুমিল্লা (দেবিদ্বার) সংবাদদাতা 
  • করোনা ভাইরাসা মোকাবেলায় কুমিল্লা উত্তর জেলাআওয়ামীলীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাষ্টারের নির্দেশে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নে প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় ঘরবন্দি হয়ে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের অসহায় মানুষদের পাশে ঈদ সামগ্রী ও শাড়ী, লুঙ্গী নিয়ে অসহায়দের পাশে দাড়িয়েছে দেবিদ্বার উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব মোস্তফা কামাল।

  • গত ২০ মে (বুধবার) সকালে উপজেলার গুনাইঘর ইউনিয়নের বাকসার ও চাষাড়পাড়ে মোস্তফা কামালের নিজস্ব অর্থায়নে ৩০০ শতাদিক পরিবার ও ৩০০ শতাধিক ব্যাক্তিদের মাঝে ঈদের আনন্দ বাড়িয়ে দিতে অসহায়, নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী, শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবী বিতরণ করেন উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব মোস্তফা কামাল।

  • খাদ্য সামগ্রী, শাড়ী, লুঙ্গী ও পাঞ্জাবী বিতরন কালে মোস্তফা কামাল বলেন, আমার নেতার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাষ্টারের নির্দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। অসহায় মানুষের চোখেমুখে যে তৃপ্তি দেখেছি সেটি ভাষায় প্রকাশ করা যাবেনা। আমার সামর্থ যতদিন থাকবে ততদিন আমি আমার ইউনিয়ের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো। করোনা ভাইরাসের কারনে অসহায় হয়ে পড়া মানুষের পাশে সরকারের পাশাপাশি আমার নেতা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাষ্টারের নির্দেশে আমি খাদ্য সহায়তা নিয়ে অসহায় মানুষদের পাশে দাড়িয়েছি। আগামীতে আরও যারা কর্মহীন রয়েছেন তাদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করবো। আমার চাওয়া গুনাইঘর ইউনিয়নের একটি ব্যাক্তি যেন এক বেলাও না খেয়ে থাকে। তিনি এসময় আরো বলেন আপনারা সকলে আমার নেতা রৌশন আলী মাষ্টারের জন্য দোয়া করবেন, মহান আল্লাহপাক যেন আমার নেতাকে শারীরিক ভাবে সুস্থ রাখে।