সৌদিতে খুলছে মসজিদ, ফিরছে স্বাভাবিক জীবন। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মে ২৬, ২০২০ সৌদি আরব প্রতিনিধি : সৌদিতে আগামী ৩১ মে থেকে খুলে দেওয়া হচ্ছে সকল মসজিদ। করোনা ভাইরাসের জন্য এতদিন মক্কা মদীনা সহ সৌদি আরবের সকল মসজিদ বন্ধ ছিল। অবশেষে সৌদি সরকার মসজিদগুলো খুলে দেওয়ার সিধান্ত নিলো ।এর সাথে সেখানকার কারফিউও আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হবে। এতে ধাপে ধাপে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হবে। ২৮ মে থেকে ৩০ মেএই সময়ের মাঝে ভোর ৬টা হতে বিকাল ৩টা পর্যন্ত মক্কা ছাড়া আর সকল অঞ্চলে কার্ফিউ শিথিল থাকবে। এই সময়ের মাঝে ব্যাক্তিগত গাড়ি দিয়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়া যাবে। আগামী ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। পাইকারি ও খুচরা দোকানসহ ছোট ছোট কিছু প্রতিষ্ঠান চালু হবে। অর্থাৎ সীমিত পরিসরে হলেও অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকান্ড সক্রিয় হবে। তবে এখানে উল্লেখ্য যে বিউটি ও সাধারণ সেলুন, স্পোর্টস ও হেলথ ক্লাব, সকল ধরনের বিনোদন কেন্দ্র ও মুভি এবং সিনেপ্লেক্স এর মাঝে খুলবে না। ৩১মে হতে ২০ জুন পর্যন্ত মক্কা নগরী ব্যাতিত সৌদিতে সমগ্র অঞ্চলে ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল সৌদি নাগরিক ও প্রবাসীগণ চলাচল করতে পারবে। এই ধাপে মক্কা নগরী ব্যাতিত সৌদি আরবের অন্য সকল অঞ্ছলের মসজিদ সমূহে জুম্মার নামাজসহ অন্য সকল নামাজ চালু হতে যাচ্ছে। চূড়ান্ত সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে সকল সরকারী ও বেসরকারী অফিস এই ধাপে চালু হতে যাচ্ছে। তবে কর্মচারী ও কর্মকর্তাদের এখানে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধাপে চালু হবে অভ্যন্তরীণ বিমান ব্যাবস্থা। তবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। সকল ধরনের রেস্টুরেন্ট ও ক্যাফে চালু হয়ে যাবে তবে ৫০ জনের বেশী কোথাও লোকসমাগম করা যাবে না। অবশ্য আগের মতই বিউটি ও সাধারণ সেলুন, স্পোর্টস ও হেলথ ক্লাব, সকল ধরনের বিনোদন কেন্দ্র ও মুভি এবং সিনেপ্লেক্স নতুন ঘোষনা না আসা পর্যন্ত বন্ধ থাকবে। SHARES আন্তর্জাতিক বিষয়: