তিতাসে মুজিববর্ষ উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি।

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২০

তিতাসে মুজিববর্ষ উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি।


মোঃ জুয়েল রানা, তিতাসঃ
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের নির্দেশনায় তিতাস উপজেলা ছাত্রলীগ বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে। শনিবার (১১ জুলাই) সকালে এই কর্মসূচি উদ্বোধন করে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির।

পরে উপজেলার গাজীপুরস্থ কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রধান কর্যালয়ের থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে প্রায় ২ হাজার বিভিন্ন জাতের বনজ ও ফলদ এ গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হোমান উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কায়সার আহমেদ বেপারী। তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ এমরান হোসেন, সাতানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান, বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ গোলাম সারওয়ার মাসুম, কলাকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম হুসাইন, গাজীপুর কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন ফকিরসহ অন্যন্যারা।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আহমেদ ফকির জানান, মুজিববর্ষ উপলক্ষে দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষাসহ সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে, প্রধানমন্ত্রী জনননেত্রী শেখ হাসিনার নিদের্শনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে কুমিল্লা তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে এ সকল গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও সড়কের পাশে রোপনের জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের বলা হয়েছে।