মেয়াদোত্তীর্ণ বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

মেয়াদোত্তীর্ণ বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা।

রাসেল সুমন

মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই)বিকাল ৫ ঘটিকায় প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ রুবেলের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ রুবেল, সহ-সভাপতি মোক্তার হোসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শাহীন,যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়ারা আক্তার জলি, যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আবু কোরাইশ আপেল,দপ্তর ও কোষাধ্যক্ষ সম্পাদক অমল আচার্য্য, কার্যনির্বাহী সদস্য-জসিম উদ্দিন মোল্লা,ও শামীম রায়হান সহ সিনিয়র নেতৃবৃন্দদের উপস্থিতিতে বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাবের তৃতীয় মেয়াদে ১ ফেব্রুয়ারী ২০২১ ইং থেকে ৩১ জানুয়ারী-২০২৩ ইং পর্যন্ত মেয়াদোর্ত্তীণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার ( ১৪ জুলাই)থেকে বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাবের সভাপতি আ.করিম সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শাহীন ও সাংগঠনিক সম্পাদক আবু কোরাইশ আপেলসহ সকল কার্যকরী কমিটির সদস্যকে নতুন কমিটি না হওয়া পর্যন্ত প্রেস ক্লাবের পদবি পরিচয় না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।