মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৩

মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর

আবু কোরাইশ আপেল,স্টাফ রিপোর্টার।। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা ১ (দাউদকান্দি – তিতাস) আসনে মনোনয়ন জমা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

আজ (২৯ নভেম্বর) বিকেলে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মহিনুল হাসানের কাছে মনোনয়ন দাখিল করেন তিনি । এর আগে নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে সমবেত হয় উপজেলা চত্বরে। সমবেতদের মাঝে দেখা যায় বিপুল উৎসাহ উদ্দীপনা। তারা নৌকা শ্লোগানে মুখরিত করে রাখে পুরো উপজেলা চত্বর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ- সভাপতি সভাপতি ড. আব্দুল মান্নান জয়,সহ-বশির মিয়াজী,সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী , সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার,উপজেলা সেচ্ছাসেবক লীগ আহবায়ক শাহজাহান খন্দকারসহ জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা।