করোনাভাইরাস: বাংলাদেশে কোভিড-১৯ নতুন রোগী শনাক্ত ৯৬৯ জন, মৃত্যু ১১ জনের দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মে ১২, ২০২০ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৯৬৯ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন আর মারা গেছেন ১১ জন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৬০ জন। তাদের মধ্যে ২৫০ জনের মৃত্যু হয়েছে আর ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন। ৬ হাজার ৭৭৩ টি নমুনা পরীক্ষা করে এসব ফলাফল পাওয়া যায়। এখন পর্যন্ত মোট ১ লক্ষ ৩৬ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরপর দুইটি পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসলে তাকে সুস্থ হয়েছেন বলে ধরে নেয়া হয়। অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ আর চারজন নারী। তাদের মধ্যে পাঁচজন ঢাকা মহানগরীর বাসিন্দা। তাদের মধ্যে পাঁচজনই ঢাকা মহানগরীর বাসিন্দা। বয়সের হিসাবে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। করোনাভাইরাসে আক্রান্ত বা শনাক্ত হলে ভয় না পেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির নানা পদক্ষেপ গ্রহণ এবং মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন ডা. নাসিমা সুলতানা। সেই সঙ্গে বেশি করে পানি পান ও ফলমূল, শাকসবজি খাওয়ার পরামর্শ দেন। তিনি জানান, বর্তমানে আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৩৬১ জন। সোমবার বাংলাদেশে প্রথমবারের মতো একদিনে কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। এদিন দেশটিতে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যায়। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় ৮ই মার্চ। তবে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ই মার্চ। SHARES অর্থনৈতিক বিষয়: