দেবিদ্বার পৌর যুবদলের সহায়তায় ২০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

আকতার হোসেন(রবিন)দেবিদ্বার,কুমিল্লা।

 

কুমিল্লা দেবীদ্বার পৌর যুবদলের সহায়তায় এলাকার ২০০ অসহায় পরিবারের মাঝে বুধবার সকালে পৌর ছোট আলমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সুদন ডিলারের বাড়িতে তার উপস্থিতে পবিত্র রমজান ও করোনা মোকাবেলা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নির্দেশে স্থানীয় পৌর যুবদলের নেতা কর্মীরা তাদের নিজস্ব অর্থায়নে করোনা পরিস্থিতি মোকাবেলা এগিয়ে আসেন অসহায়দের পাশে।

ওই ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন-পৌর যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাইফুল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃআল- আমিন, যুগ্ন আহবায়ক মোঃ মফিজুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোঃ জামাল হোসেন, পৌর যুবদলের সদস্য বিল্লাল হোসনে ও মোঃ রাজীব প্রমুখ।