দাউদকান্দি পৌরসভায় খন্দকার বিল্লাল, রোমানও হোসেনের উদ্যোগে তৃতীয় বারের মতো শতাধিক পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৩:৫৩ পূর্বাহ্ণ, মে ২১, ২০২০ দাউদকান্দি,(কুমিল্লা)সংবাদদাতা।। কিছু মানুষ নিজে অন্ধকারে থেকে অন্যকে আলোকিত করতে পছন্দ করেন,এমনই একজন ব্যাক্তি দাউদকান্দি পৌরসভার ৬নং ওয়ার্ড দোনারচর গ্রামের মোঃ হোসেন।ওনার মানবিক উদ্যোগে ২১ মে ২০২০ইং রাতে,৬নং ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন ও৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সুমন খন্দকার সহ উপজেলা ছাএদলের সভাপতি রোমান খন্দকারের সহযোগিতায় দোনারচর গ্রামে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেন। এবিষয়ে উপজেলা ছাএদলের সভাপতি রোমান খন্দকার বলেন, প্রতিবেশীর হক আদায় করা আমাদের দায়িত্ব। করোনা মহামারী পরিস্থিতিতে যখন অনেকেই পরিবারের সকলকে নিয়ে দু বেলা ঠিক মতো আহার যোগাতে পারছেনা আতংকে দিন কাটাচ্ছে এমতাবস্থায় আমরা ঘটা করে উল্লাস করে ঈদ উদযাপন না করে সবাই যার যার অবস্থান থেকে যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিবেশীদের পাশে এগিয়ে যাই তাহলেই এই কঠিন সময়েও ঈদের আনন্দ পেয়ে যাবো ইনশাআল্লাহ। শবে কদরের পবিত্র এই রাতের উছিলায় আল্লাহ যেন আমাদের সকলকে এই মহামারী থেকে রক্ষা করেন ক্ষমা করেন মুক্তি দান করেন আমিন। ধন্যবাদ জানান, মহল্লার ছোট ভাই ভাতিজাদের যাদের উৎসাহ নিয়ে সব সময় পাশে থেকে কাজ গুলো সহজ করে দেয়ার জন্য। SHARES দাউদকান্দি বিষয়: