দাউদকান্দিতে লন্ডন প্রবাসী আবু ইউসুফ চৌধুরীর নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ।

প্রকাশিত: ৫:৩৫ পূর্বাহ্ণ, মে ২২, ২০২০

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা :

২১মে ২০২০ ইং দাউদকান্দি উপজেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক মোসাম্মৎ লায়লা হাসানের সহযোগিতায় তার বড় ভাই লন্ডন প্রবাসী মোহাম্মদ আবু ইউসুফ চৌধুরীর নিজস্ব অর্থায়নে দাউদকান্দি পৌরসভার ৪টি ওয়ার্ডের প্রায় ২শতাধিক করোনায় অসহায়, গরীব, কর্মহীন মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

প্রবাসী ইউসুফ চৌধুরী মুঠোফোনে বলেন,আমি দাউদকান্দির সন্তান, প্রতিবেশীর হক আদায় করা আমাদের দায়িত্ব।
করোনা মহামারী পরিস্থিতিতে যখন অনেকেই পরিবারের সকলকে নিয়ে দু বেলা ঠিক মতো আহার যোগাতে পারছেনা আতংকে দিন কাটাচ্ছে এমতাবস্থায় আমার ছোট বোন লায়লা হাসানের মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি নির্দেশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এবং আমার এ সহযোগিতার হাত অব্যহত থাকবে।
এ বিষয়ে লায়লা হাসান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি অনুপ্রেরণায় করোনার মহমারীতে একদিকে রোজা, অন্যদিকে ঈদ দাউদকান্দি পৌরসভার নিম্নমধ্যম আয়ের মানুষের আয় রোজকার বন্ধ তাই দাউদকান্দি পৌরসভার ৪টি ওয়ার্ডে ২শত মানুষের মাঝে  ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করি, এবং এবিতরন চলমান থাকবে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন অসহায় পরিবারে পাশে থাকতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি মহিলাআ’লীগের সভাপতি মোসাম্মৎ জেবুন নেছা, সহ সভাপতি মোসাম্মৎ শিউলি ভূইয়া , মহিলা নেএী সাহিদা ভান্ডারী, শিউলি মেম্বার, সংকরী সাহা সহ মহিলা নেতৃবৃন্দ।