কুমিল্লা-১ (দাউদকান্দি তিতাস) আসনে নৌকা প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪ রাসেল, সুমন স্টাফ রিপোর্টার: কুমিল্লা-১ (দাউদকান্দি তিতাস) আসনে নৌকা প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -১(দাউদকান্দি -তিতাস) আসনে নৌকার মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছে। ৭ইজানুয়ারি ২০২৪ রোজ রবিবার রাতে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম এবং তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল হাসান পৃথক ভাবে দুটি উপজেলার ফলাফল ঘোষণা করেন। এসময় ইঞ্জি. আব্দুস সবুরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। নৌকা প্রতীকের প্রার্থী দাউদকান্দি উপজেলায় পেয়েছেন ১,১৩,৯০৭ ভোট এবং তিতাস উপজেলায় পেয়েছেন ৪৫,৮৩১ ভোট। দুই উপজেলায় মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ১,৫৯,৭৩৮। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কায় ব্যারিস্টার নাঈম হাসান দাউদকান্দি পেয়েছেন ১৬,৫৮০ ভোট এবং তিতাস উপজেলায় ৭,০৯৩ ভোট। দুই উপজেলায় মোট প্রাপ্ত ভোটের সংখ্যা২৩,৬৭৩ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মো: আমির হোসেন ভূঁইয়া দুই উপজেলায় মোট ৩,৯২৫ ভোট পেয়েছেন। SHARES কুমিল্লা বিষয়: