এক দফার আন্দোলনকে বেগবান করে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে ——–ড. খন্দকার মারুফ হোসেন

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩
  • দাউদকান্দি প্রতিনিধি ||
    এক দফার আন্দোলনকে বেগবান করে ফ্যাসিস্ট
    সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে
    :ড. খন্দকার মারুফ হোসেন

ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২২ সেপ্টেম্বর ২০২৩ রোজ শুক্রবার দাউদকান্দি পৌরসভা সদরে ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি,যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

ড. খন্দকার মারুফ হোসেন বক্তব্যে বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, চলমান এক দফার আন্দোলনকে বেগবান করে এই ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।এখন আর বসে থাকার সুযোগ নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।

৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি,যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার।প্রধান অতিথির বক্তব্যে নূর মোহাম্মদ সেলিম সরকার বলেন, আমরা এই সরকারের অধীনে কোন নির্বাচনে যাবো না। তাদেরকে আর বিশ্বাস করা যায় না।আ.লীগ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে তত্ত্বাবধায়কে ফিরিয়ে আনতে বাধ্য করবো।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রোমান খন্দকার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, দাউদকান্দি পৌর বিএনপির সদস্য সচিব কাওসার আলম সরকার, যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী,৫ ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন ও সালাহউদ্দিন সরকার,পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী,লিটন খন্দকার,মাসুম সরকার,সেচ্ছাসেবক দলের আহবায়ক কামাল হোসেন,সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ন খন্দকার,রানা সরকার, রাসেল মিয়া।

সম্মেলন সঞ্চালনা করেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তালুকদার ও সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল মোল্লা। নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে বরন করে নেন পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিকদল,মহিলাদল,ওলামা দলসহ অংগসংগঠনের নেতা কর্মীগণ।অনুষ্ঠানে পৌর সদরের সাধারণ জনগণও স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সম্মেলনের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।