তিতাসে মাসুম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৪

তিতাসে মাসুম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

রাসেল,সুমন স্টাফ রিপোর্টার||

কুমিল্লার তিতাসে নির্যাতন করে দুই পায়ের রগ কেটে মাসুম হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে এসআই তাজুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্স সহ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত আফসার মিয়ার ছেলে শুক্কুর আলী (৩৭) ও তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের পশ্চিম পাড়া চকের বাড়ির প্রকাশ মুকুল মেম্বারের ছেলে মাসুদ রানা(৩৮)।  শুক্রবার (৫ জানুয়ারি) তাদেরকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, বুধবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি এলাকায় মাসুমকে নির্যাতন করে পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা।