অস্ট্রেলিয়া গেলেন ২২০ জন, ফিরলেন ১৫৭ বাংলাদেশি দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, মে ১০, ২০২০ তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয় বারের মতো ঢাকা ছাড়লেন অস্ট্রেলিয়ার নাগরিকরা। শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি বিশেষ উড়োজাহাজে শনিবার ২২০ জন অস্ট্রেলিয়ার নাগরিকদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটিতে আটজন নিউজিল্যান্ডের নাগরিক ছিলেন। অপর দিকে দেশে ফিরলেন আটকে পড়া আরো ১৫৭ বাংলাদেশি। জানা গেছে, হাইকমিশন অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা ও তাদের পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় ফিরে যেতে সহায়তা করেছে। এতে সহযোগিতা করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা ও বিমানবন্দর কর্মকর্তারা। এর আগে ১৬ এপ্রিল প্রথম দফায় ২৮৫ জন অস্ট্রেলিয়ার নাগরিক ফিরে যায়। ফ্লাইট ছাড়ার আগে অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ক্রুয়ার বিমানবন্দরে উপস্থিত ছিলেন। করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় অস্ট্রেলিয়ায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মেলবোর্ন থেকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্যানবেরায় বাংলাদেশের হাইকমিশন ও অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের সহায়তায় এবং ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ) ও মেল্টন ট্রাভেল সেন্টারের সহযোগিতায় ওই বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়েছে। SHARES জাতীয় বিষয়: