দেড় হাজার ছাড়াল করোনা আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, মে ১০, ২০২০ করোনাভাইরাস মহামারীতে দায়িত্ব পালন করতে গিয়ে শনিবার পর্যন্ত দেশের মোট ১ হাজার ৫০৯ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) ৭০৮ সদস্য আক্রান্ত হয়েছেন বলে পুলিশ সদরপ্তর সূত্র ইউএনবিকে জানিয়েছে। এছাড়া, বাহিনীর ছয়জন সদস্য ভাইরাসের শিকার হয়ে মারা গেছেন বলে সূত্র উল্লেখ করেছে। বর্তমানে ২ হাজার ৮৭০ পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন এবং ৪৬৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেই সাথে ১১০ পুলিশ সদস্য পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে সূত্র জানায়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য পুলিশ, সশস্ত্র বাহিনী, র্যাব ও অন্যান্য সংস্থা যৌথভাবে কাজ করছে। এদিকে, করোনাভাইরাস আক্রান্ত বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য রাজধানীর ইমপালস হাসপাতাল ভাড়া করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বলেন, ‘২৫০ শয্যার হাসপাতালটিতে কেবল করোনাভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হবে। দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে নিশ্চিত করে ১৩ হাজার ৭৭০ জন আক্রান্ত এবং ২১৪ জন মারা গেছেন। সরকার ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে। কিন্তু রমজান ও ঈদুল ফিতরের কথা বিবেচনা করে কিছু ক্ষেত্রে মানুষের চলাচলের ওপর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন বিকাল ৪টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে। SHARES করোনা আপডেট বিষয়: