মহামারি করোনাভাইরাসে থেমে নেই টাঙ্গাইল গোপালপুরের  উন্নয়ন কাজ।

প্রকাশিত: ৪:২৭ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২০

মহামারি করোনাভাইরাসে থেমে নেই টাঙ্গাইল গোপালপুরের  উন্নয়ন কাজ।


অমিত হাসান,(টাঙ্গাইল)গোপালপুর প্রতিনিধি||

মহামারি করোনাভাইরাসেও ঠেকাতে পারেনি টাঙ্গাইলের গোপালপুরের উন্নয়ন কাজ। অদৃশ্য ভাইরাস মোকাবেলা ও প্রতিরোধে নিরলসভাবে জনকল্যাণে খেটে খাওয়া কর্মহীন মানুষের দোড়গড়ায় কাঙ্কিত সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি ক্ষমতাসীন দলের উন্নয়ন কাজের ধারা অব্যাহত রেখেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।সরকারের উন্নয়ন কাজের অংশ হিসেবে শুক্রবার (০৩ জুন) দুপুরে গোপালপুর পৌর শহরের সূতী বলাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন তিনি। এছাড়াও শিক্ষার্থীদের খেলার মাঠের জন্য জমি ক্রয় ও যাতায়াতের জন্য রাস্তা পাকা করণের আশ্বাস দিয়েছেন এই সাংসদ ছোট মনির।এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সূতী বলাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিন, পৌর আ’লীগের সভাপতি এসএম রফিকুল ইসলাম প্রমুখ।