সফলতার ৪র্থবর্ষে পদার্পন করলো হাসেম মর্ডাণ হসপিটাল দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩ রাসেল,সুমন।। সফলতার ৪র্থবর্ষে পদার্পন করলো হাসেম মর্ডাণ হসপিটাল চিকিৎসা সেবায় এক নতুন দিগন্ত এই স্লোগান নিয়ে ৩য় বর্ষ অতিক্রম করে ৪র্থবর্ষে পদার্পন করলো হাসেম মডার্ণ হসপিটাল। ২রা অক্টোবর রোজ সোমবার হাসেম মর্ডাণ হসপিটালের করিডোরে দোয়া ও কেক কাটার মাধ্যমে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসেম মর্ডাণ হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ডাঃআবুল হাসেম এর সহধর্মিণী মমতাজ বেগম,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা:সঞ্জীব কুমার দাশ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইনী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: সুস্মিতা সাহা কনসালটেন্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দাউদকান্দি,ব্যবস্হাপনা পরিচালক ডাঃমুহাম্মদ মাসুদ পারভেজ ও সহকারী ব্যবস্হাপনা পরিচালক ডাঃ আব্দুল্লাহ আল মামুন (শাওন)।অনুষ্ঠানের পরিচালনায় দ্বায়িত্ব ছিলেন ডাঃ সালমা আক্তার ও নুরুল হক প্রধান। এ সময় হসপিটালের নার্স ও স্টাফদের মাঝে সফলতার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেফেল ড্র আয়োজন করে লটারি মাধ্যমে ১০ জনকে উপহার সামগ্রী বিতরণ করেন। প্রতিষ্ঠানটি যাএা শুরু থেকে প্রকৃত সেবা প্রদানের বিনিময়ে দাউদকান্দি উপজেলায় সকলের আস্থা অর্জন করে নেয়। SHARES দাউদকান্দি বিষয়: