মাদারীপুর জেলা ছাত্রলীগের উদ্যেগে শাহ মাদার দরগাহ শরীফে এতিম ছাত্রদের ইফতার ও দোয়া ।

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০

সাবরীন জেরীন, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলা ছাত্রলীগের উদ্যেগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বায়েজিদ হাওলাদার নিজস্ব অর্থায়নে শুক্রবার (১৫মে) হজরত শাহ মাদার দরগাশরীফে মাদ্রাসার এতিম ও ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ খতম দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের এবং মহামারি করোনা ভাইরাস চির নির্মূলের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে,
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ মাদার দরগাহ শরীফ মাদরাসা প্রতিষ্ঠাতা সুপারিন্টেন্ডেন্ট পীরজাদা শরীফ মাওঃ আল-আমীন।
এসময়ে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে,পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক পারভেজ চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিকসহ উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।