রংপুরে প্রায় দু’হাজার গাছ বিতরণ করলেন মহানগর আওয়ামীলীগ। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ রংপুরে প্রায় দু’হাজার গাছ বিতরণ করলেন মহানগর আওয়ামীলীগ। শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে রংপুর মহানগর আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গাছ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ, মহানগর রংপুর এর সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং দেশবাসীকে পরিবেশ রক্ষায় এ বছর ব্যাপকহারে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন, তারই অংশ হিসেবে কেন্দ্রীয় নির্দেশনায় আমরা গাছ লাগানোর কাজ শুরু করি,তার ধারাবাহিকতায় আমরা আজ বিভিন্ন রকম ফলজ,ঔষধি, ও কাঠ গাছ বিতরণ করে থাকি। আমরা মহানগরীর ৬টি থানা ও ৩৩ টি ওয়ার্ডে আমরা রংপুর মহানগর আওয়ামী লীগ এর পক্ষ থেকে কমপক্ষে ৫০ হাজারগাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি, কারন আমি মনে করি আজকের গাছ লাগানো এই উদ্দোগের সুফল আগামী প্রজন্ম ভোগ করবে, আমাদের উচিৎ আগামীর প্রজন্মের জন্য বাংলাদেশকে সজিব রাখা, আর এজন্য বঙ্গবন্ধুর বৃক্ষরোপন কর্মসূচীর বিকল্প নেই। রংপুর মহানগর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, তাতীলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ সবাই স্ব-স্ব উদ্দোগে গাছ লাগাচ্ছে, আমি আশা করি আমরা এই মুজিব বর্ষে রংপুর মহানগরে লক্ষ্যাধিক গাছ লাগাতে সক্ষম হব। এ সময় রংপুর মহানগর আওয়ামী লীগ সাবেক সহ সভাপতি দিলশাদ ইসলাম মুকুল বলেন “আসুন বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এবং আগামীর সুন্দর, মনোরম ও কাঙ্ক্ষিত রংপুর মহানগরী গড়ি” এসময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক নিধুরাম অধিকারী, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান ময়না, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক নাজমুল করিম ডলার, ২৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন মহি, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, ২২ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ গনি দুলাল, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ কাওসার মামুন, ০১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহিন, ০২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম , ২৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ কাদের জিলানী, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সনু, ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সজিত কুমার সরকার, নুর আমিন, জান্নাতুল ফেরদৌস ঝর্না, মাজেদা বেগম পিংকি, পল্লবী সরকার মালতী, তৌফিকুর ইসলাম তপু, জাহেদুল ইসলাম,মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসনে, শেখ স্বপন, মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, সিরাজুল ইসলাম রবিন , জুগেন চন্দ্র রায়, মোঃ রাব্বি হোসেন প্রমুখ। SHARES রাজনীতি বিষয়: