তুষারপাতের চাদরে ঢেকে গেছে সাউথ আফ্রিকা।

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

শওকত বিন আশরাফ, সাউথ আফ্রিকা

সাউথ আফ্রিকায় শীতের শুরুতেই গতকাল মঙ্গলবার থেকে সারাদেশের বেশ কিছু প্রদেশে তুষারপাত আঘাত হেনেছে।হঠাৎ করে দেশের তাপমাত্রা -২ ডিগ্রি থেকে -৫ ডিগ্রিতে চলে আসায় তীব্র তুষারপাতের চাদরে ঢেকে গেছে দেশের বিভিন্ন অঞ্চলের শহর ও গ্রামের রাস্তা ঘাট সহ জনবহুল এলাকা।মানুষের জীবনে নেমে এসেছে দূর্ভোগ।যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

সাউথ আফ্রিকা ওয়েদার সার্ভিস জানিয়েছেন,হাউটেং(জোহানেসবার্গ) প্রদেশ,ওয়েস্টার্ন কেপ(কেপটাউন) প্রদেশ,ইষ্টার্ণ কেপের ব্লুমফন্টিন,ভেলকম সহ বেশ কয়েকটি শহর,পুমালাংগা, কেজেডএন প্রদেশ,নর্দান কেপ সহ বেশ কিছু প্রদেশে তাপমাত্রা রেকর্ড পরিমাণ কমতে থাকলে গতকাল সন্ধ্যা থেকে এই তুষারপাত পড়তে থাকে যা আরো ২/৩ দিন অব্যাহত থাকবে।এই সময় দেশের উওর ও পশ্চিম অঞ্চলে সবচেয়ে বেশি তুষারপাত হবে এবং তাপমাএ -৭ পর্যন্ত যাওয়ার আশংকা রয়েছে।

ওয়েদার সার্ভিসের বিবৃতিতে আরো বলা হয়েছে, “পশ্চিমে অঞ্চলের পর্বতমালা এবং উত্তর দক্ষিণ ও পশ্চিম অঞ্চলগুলি প্রচন্ড তুষারপাতের কারণে জনজীবনে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হবে।

এই সময় দেশের সকল নাগরিকদের সর্তকর্তার সহিত চলাচলের নির্দেশ দিয়েছেন ওয়েদার সার্ভিস।