সৌদি আরবে ২০২০ হজ্জ পালনের ঘোষণা।

প্রকাশিত: ৩:৩৫ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২০

রাসেল, সুমন। সৌদি আরব||

সৌদি আরবে ২০২০ হজ্জ পালনের ঘোষণা।


অবশেষে সৌদি আরব কতৃপক্ষ ঘোষনা দিলেন, সীমিত পরিসরে হজ্জ হবে। অল্পসংখ্যক মানুষের অংশগ্রহণে হজ্জের আয়োজন করা হবে। যারা ইতোমধ্যে দেশটিতে অবস্থান করছেন শুধু এমন মানুষরাই এবারের হজ্জে অংশগ্রহণ করতে পারবেন।সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে দেশটির হজ্জ বিষয়ক মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলা হচ্ছে, ‌‌‌‘এই বছরও হজ্জের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা সীমিত আকারে এবারের হজ্জের অংশ নেওয়ার সুুযোগ পাবেন।’দেশটির দৈনিক আরব নিউজের এক অনলাইন প্রতিবেদনে বলা হচ্ছে, প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫ লাখ মুসল্লি হজে অংশ নেন। কিন্তু এবার মহামারি করোনার কারণে মানুষজন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারছেন না। এছাড়া সাম্প্রতিক দিনগুলোতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে।
সূত্রঃআরব নিউজ।