শিবগঞ্জে পুলিশের সাড়াশি অভিযানে মাদকসহ আটক ৮।

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

শিবগঞ্জে পুলিশের সাড়াশি অভিযানে মাদকসহ আটক ৮।


রবিউল ইসলাম রবি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে পুলিশের মাদক বিরোধী সাড়াশি অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৮জনকে গ্রেফতারের খবর পাওয়া গিয়েছে।
শিবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার শিবগঞ্জ থানা এবং মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র যৌথ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল, তিন লিটার লিকুইড ফেনসিডিল, ০২ কেজি গাঁজা এবং ২০ গ্রাম হেরোইনসহ ৮ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন মোঃ ফরহাদ হোসেন ওরফে বক্তিয়ার (৩২) পিতা- মোঃ মুজিব, গ্রাম চাত্রীশিরা, থানা- আগৈলঝাড়া, জেলা- বরিশাল, মোছাঃ রুপা বেগম (১৯) পিতা মোঃ মোশারফ, গ্রাম- পাংশা, থানা- বাবুগঞ্জ,জেলা- বরিশালকে ৩০ বোতল ফেন্সিডিলসহ এবং মোঃ সানাউল ইসলাম ওরফে সানা (২৯) পিতা-মৃত জয়নাল, সাং- বয়রা, মোহাম্মদ জাহাঙ্গীর (২২), পিতা মোঃ আনোয়ার হোসেন, গ্রাম- মনিদহ উভয় থানা ও জেলা- পাবনাকে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অপর দিকে মোসাম্মৎ রহিমা বেগম (৪৩) স্বামী মোঃ আব্দুল মতিন, সাং- দক্ষিণ বাসুদেবপুর, থানা হাকিমপুর, জেলা দিনাজপুরকে (৩০) বোতল ফেনসিডিলসহ এবং মোঃ বুলু মন্ডল (৩০) পিতা মৃত সিরাজ মন্ডল, গ্রাম- পূর্ব জগন্নাথপুর, থানা বিরামপুর, জেলা দিনাজপুরকে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও মোঃ খাজা মঈনুদ্দীন ওরফে রোমান (৩৮) পিতা মোঃ আলমগীর হোসেন, সাং- জাহাজ কোম্পানি থানা- কোতোয়ালী, জেলা দিনাজপুরকে তিন লিটার লিকুইড ফেন্সিডিলসহ এবং মোসাম্মৎ মমতা বেগম (৩৫), স্বামী- মোঃ বিল্লাল গ্রাম- পার্বতীপুর, থানা- গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধাকে ১৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম বদিউজ্জামান বলেন, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।