বগুড়ার ডিবি পুলিশ কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার, আটক ৫

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২০

বগুড়ার ডিবি পুলিশ কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার, আটক ৫


রবিউল ইসলাম রবি বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় ডিবি পুলিশ কর্তৃক বিপুল পরিমান মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে।
বগুড়া জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ডিবি বগুড়ার তিনটি পৃথক টিম বগুড়ার সদর, সারিয়াকান্দি ও গাবতলী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ পিচ ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা এবং ৪ গ্রাম হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ২৫/০৭/২০২০ ইং তারিখ রাত্রি ১৯.৪৫ ঘটিকার সময় বগুড়ার সদর থানাধীন তিনমাথা রেলগেট হইতে ৫০০ পিচ ইয়াবাসহ আসামী ১. মোঃ আলামিন(৩০), পিতা-মৃত আবুল হোসেন, সাং-সিন্দুরাইল পশ্চিমপাড়া, থানা-কাহালু, জেলা-বগুড়াকে গ্রেফতার করে। অপর একটি টিম একই তারিখ ১৮.০০ ঘটিকার সময় বগুড়ার সারিয়াকান্দি থানাধীন আন্দরবাড়ী পাবলিক মাঠ থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আসামী ১. মোঃ মাহিদুল ইসলাম(৪৬), পিতা-মৃত জহুরুল সরদার, সাং-রামকৃষ্ণপুর দেউলি, ২. মোঃ রাকিব হোসেন(২০), পিতা-মোঃ সুরুজ্জামান, ৩. মোঃ মাসুম মিয়া(২২), পিতা-মোঃ আলতাফ হোসেন, উভয় সাং-আন্দরবাড়ী, সকলের থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াদেরকে গ্রেফতার করে। এছাড়া তৃতীয় একটি টিম আজ ২৬/০৭/২০২০ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় গাবতলী থানাধীন উজগ্রাম বাজার হইতে ৪ গ্রাম হেরোইনসহ আসামী ১.তাজমিন রওশন সরকার ওরফে পান্না(৪০), পিতা-হাজী মোঃ তোবারক হোসেন, সাং-উজগ্রাম সরকারপাড়া, থানা-গাবতলী, জেলা-বগুড়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়ার সদর, সারিয়াকান্দি ও গাবতলী থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। বগুড়া ডিবি ওসি আসলাম মিয়া জানান, সম্মানিত আইজিপি স্যারের নির্দেশে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।