রংপুরে মেট্রো ডিবির অভিযান- টাকা অর্থদণ্ডও ভূয়া চিকিৎসকসহ আটক- ৫। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৪:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২০ রংপুরে মেট্রো ডিবির অভিযান- টাকা অর্থদণ্ডও ভূয়া চিকিৎসকসহ আটক- ৫। শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃ রংপুর মহানগরীর ধাপ এলাকায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসকসহ ৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আজ (২৯ জুলাই,২০২০) বুধবার বিকালে দিকে ধাপের বিভিন্ন এলাকায় মহানগর মেট্রো ডিবি পুলিশের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ও সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রুবাইয়াত হাসান উপস্থিতে ধাপ জেল রোডে মেডিনোভা ক্লিনিক এন্ড নার্সিং হোম এর ভুয়া চিকিৎসক সনাতন চন্দ্রসহ প্রতারণার সাথে জড়িত তুলেশ চন্দ্র, আমিনুল ইসলাম, শাহানুর ও আমিনুল হককে আটক করা হয়। একই সাথে আরও অভিযান চালায় চেকপোস্টে ন্যাশনাল কমিউনিটি হাসপাতালকে ৫০ হাজার টাকা, সমতা ক্লিনিক এন্ড নার্সিং হোমকে ৫০ হাজার টাকা, আইডিয়াল ডায়াগনস্টিকস সেন্টারকে ২০ হাজার টাকা, আরকে রোডে আইডিয়াল জেনারেল হাসপাতাল এন্ড নার্সিং হোমকে ১ লাখ টাকা, মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, রংপুর স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলো অনুমোদন না থাকাসহ অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা প্রদানের অভিযোগে জরিমানার পাশাপাশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ন্যাশনাল কমিউনিটি হাসপাতালটি সিলগালা করা হয়। এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, পুলিশ কমিশনার ও ডিবির ডিসির নির্দেশে অনুমোদনহীন, রোগীদের সাথে স্বাস্থ্য সেবার নামে প্রতারণাকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান চলছে। স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান অব্যাহত থাকলে বলেও তিনি জানান। SHARES অপরাধ বিষয়: