বিএমএসএফ সিংড়া উপজেলা কমিটির সৌরভ সভাপতি তোহা সম্পাদক। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৪:১১ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২০ বিএমএসএফ সিংড়া উপজেলা কমিটির সৌরভ সভাপতি তোহা সম্পাদক। সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সিংড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে সিংড়া প্রেসক্লাব কার্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) সিংড়া উপজেলা শাখা কমিটি গঠনের লক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সিংড়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসন্মতিক্রমে সৌরভ সোহরাব (আনন্দ টেলিভিশ) কে সভাপতি ও মেহেদী হাসান তোহা (দৈনিক মানবাধিকার প্রতিদিন) কে সাধারন সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি মোঃ মিজানুর রহমান (দৈনিক ভোরের দর্পণ),যুগ্ন সম্পাদক মুফতি জাকারিয়া মাসুদ( দৈনিক ভোরের বার্তা), সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন অপুর্ব( দৈনিক যায়যায় দিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আহমেদ জীবন ( দৈনিক দুরন্ত সংবাদ), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক জামিমা তানভিন ( দৈনিক চলনবিল), ক্রীড়া সম্পাদক শুভন আহমেদ সাদ্দাম ( দৈনিক সংবাদ প্রতিক্ষণ), আইন বিষয়ক সম্পাদক এস এম তোফাজ্জল হোসেন( দৈনিক সংবাদ প্রতিদিন), সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম সুমন ( দৈনি বগুড়া),কোষাধ্যক্ষ মোঃ রেজাউল করিম রেজা ( দৈনিক জনতা), নিবার্হী সম্পাদক বাবুল হাসান বকুল ( দৈনিক মুক্তবার্তা)। এছাড়া সভায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মোঃ এমরান আলী রানা ( দৈনিক কালের কন্ঠ,মোহনা টেলিভিশন) কে সভাপতি, মো আনোয়ার হোসেন (দৈনিক ইনক্লাব) সহ সভাপতি সোহেল তালুকদার( দৈনিক উত্তরবঙ্গ বার্তা) সহ সভাপতি আবু জাফর সিদ্দিকী( দৈনিক সংগ্রাম) সাধারন সম্পাদক এনামুল হক বাদশা ( দৈনিক প্রতিদিনের সংবাদ) সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সুইট (বিডি সময় নিউজ) আইন বিষযক সম্পাদক এডভোকেট মোঃ শামীম উদ্দিন প্রামাণিক নির্বাহী সদস্য লতিফ মাহমুদ (দি এশিয়ান এজ) করে আংশিক কমিটির ঘোষনা দেওয়া হয়। SHARES গণমাধ্যম বিষয়: