নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম করোনা পজিটিভ।

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম করোনা পজিটিভ।


এটিএম ফোয়াদ হাসান: নবীগঞ্জ, (হবিগঞ্জ)।

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যায়যায়দিন এর নবীগঞ্জ প্রতিনিধি এটিএম সালাম করোনা পজিটিভ।

১২ জুলাই রবিবারের রিপোর্টে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নবীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম করোনা পজিটিভ এর খবর আসে। তাকে সিলেট মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

নবীগঞ্জ উপজেলায় ১২ জুলাই রবিবার নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালামসহ ২ জনের করোনা শনাক্ত হয়। এপর্যন্ত উপজেলায় মোট আক্রান্ত ৯৪ জন। এবং সুস্থ হয়েছেন এপর্যন্ত মোট ৪৭ জন।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ আব্দুস সামাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।