ময়মনসিংহ জেলার বাংলাদেশ সাংবাদিক জোট ইব্রাহীম মুকুট সভাপতি ও মফিজ উদ্দিন সাধারণ সম্পাদক মনোনীত। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ ময়মনসিংহ জেলার বাংলাদেশ সাংবাদিক জোট ইব্রাহীম মুকুট সভাপতি ও মফিজ উদ্দিন সাধারণ সম্পাদক মনোনীত। ষ্টাফ রিপোর্টঃময়মনসিংহ বাংলাদেশ সাংবাদিক জোট,ময়মনসিংহ জেলা শাখার কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কার্যকরী কমিটিতে দৈনিক দেশের খবরের সহকারী সম্পাদক ইব্রাহীম মুকুটকে সভাপতি ও মোমেনশাহী পত্রিকার সম্পাদক মফিজ উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে। এক বছর মেয়াদী কার্যকরী কমিটির নব-নিযুক্ত অন্যান্যরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান(ডেইলি ট্রাইবুনাল),সহ-সভাপতি মফিজুল ইসলাম লাভলু(দৈনিক আজকের বসুন্ধারা),যুগ্ন সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন(দৈনিক ঢাকা টাইম্স) ও গাজী সালাউদ্দিন( দৈনিক আজকের আলোকিত সকাল),অর্থ সম্পাদক শরীফ সালাউদ্দিন আহম্মেদ রাফে(দৈনিক বজ্রশক্তি),সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন খসরু (দৈনিক আমাদের সময়),সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক সবুজ),দপ্তর সম্পাদক আরিফ রেওগীর (সুবর্ন-বাংলা),সহ-দপ্তর সম্পাদক নেপাল ধর(দৈনিক অদম্য বাংলা),প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম আকন্দ সেলিম(দৈনিক আজকের বাংলাদেশ),উপ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন জুয়েল (দৈনিক দেশ জনতা),সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক কাউছার পারভেজ শাকিল (দৈনিক লাখোকন্ঠ),নির্বাহী সদস্য মোঃ আব্দুল হাফিজ (দৈনিক ঢাকা প্রতিদিন),আবুল হোসেন পাশা (দৈনিক জনতার কন্ঠস্বর),জহির রায়হান ( দৈনিক গণমুক্তি),এটিএম সাইদুর রহমান(দৈনিক দেশের খবর) ও রবিউল আওয়াল রবি(জয় যাত্রা টেলিভিশন)। বাংলাদেশ সাংবাদিক জোট ময়মনসিংহ জেলা শাখার সদস্যরা ১ জুলাই কার্যকরী কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণ করেন।কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ মশিউর রহমান ও সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা গত ৪ জুলাই ময়মনসিংহ জেলা কার্যকারী কমিটির অনুমোদন পত্রে স্বাক্ষর করেন। উল্লেখ্য বাংলাদেশ সাংবাদিক জোট ফাউন্ডেশন সারাদেশে সাংবাদিকদের পেশাগত দক্ষতার উন্নয়ন সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি ,আর্থিক প্রণোদনা , সাংবাদিকদের সন্তানদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা, পেশাগত কাজে হয়রানির শিকার হলে সম্মিলিতভাবে আইনগত সহযোগিতা সহ বেশ কিছু কার্যক্রম নিয়ে কাজ করছে। SHARES গণমাধ্যম বিষয়: