কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে প্রকাশ করায় ২টি মামলা : আটক ২ দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৪:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২০ কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে প্রকাশ করায় ২টি মামলা : আটক ২ কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবর গাড়া গ্রামের সামছুলের ছেলে সৌদি আরব প্রবাসী মিলন ও একই এলাকার বাবুর ছেলে আরিফ এর মোবাইলে সৌদি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছবি বিকৃত করে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে পাঠায়। বিষয়টি এলাকায় ব্যাপক ভাবে উত্তেজনা সৃষ্টি করে এক পর্যায়ে বিষয়টি দৌলতপুর থানায় অবহিত করলে বুধবার রাতে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাবাসী জানায়, পুলিশ আসার কারণে বৃহস্পতিবার সকালে, যারা বিষয়টি প্রতিবাদ করেছিল তাদেরকে গালাগালিও মারার জন্য উদ্ধত্য হয় মিলনের পরিবারের লোক জন । এমতবস্থায় প্রতিবাদকারী এলাকাবাসীর সাথে ধস্তাধস্তি হলে মিলনের পরিবারের লোকজন প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার বিষয়টি আড়াল করতে মিলনের ভাই শিপন আহত হয়েছে বলে দৌলতপুর হাসপাতালে ভর্তি হয়। কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মিলনের পরিবারের লোকজনের বৃহস্পতিবারে দৌলতপুর থানায় মিলন ও তার পরিবারের লোকজনের নামে পৃথক ২ টি মামলা হয়েছে। প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি কারিদের আইনের আওতায় এনে আটক করলে এলাকায় সকল শ্রেনী পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দৌলতপুর থানা পুলিশ জানায়, মিলন ও পরিবারের লোকজনের নামে পৃথক দুই টি মামলা হয়েছে যাহার নং ২১ ও ২২। দুই জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। SHARES অপরাধ বিষয়: