টাঙ্গাইল গোপালপুরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কার্ড বিতরণ করলেন ছোট মনির এমপি।

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২০

টাঙ্গাইল গোপালপুরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কার্ড বিতরণ করলেন ছোট মনির এমপি।


অমিত হাসান,(টাঙ্গাইল)গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে ২০১৯-২০২০ অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, অসচ্ছল প্রতিবন্ধী, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান মীর রেজাউল হক, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী কেএম গিয়াস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মির্জা আসিফ মাসুদসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।