নবীগঞ্জে প্রবাসী সাবেক ছাত্র- নেতাদের উদ্যোগে ত্যাগী নেতৃবৃন্দের মধ্যে বিএনপির ঈদ উপহার বিতরন। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৫:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২০ নবীগঞ্জে প্রবাসী সাবেক ছাত্র- নেতাদের উদ্যোগে ত্যাগী নেতৃবৃন্দের মধ্যে বিএনপির ঈদ উপহার বিতরন। নবীগঞ্জ, (হবিগঞ্জ) প্রতিনিধি: (এটিএম ফোয়াদ হাসান) নবীগঞ্জ প্রবাসী জাতীয়তাবাদী মানবিক আবেদন (কোবিড-১৯) এর পক্ষ থেকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ত্যাগী ও কারাবরনকারী নেতাকর্মীদের মধ্যে করোনা মহামারী ও পবিত্র ঈদুল আযহায় উপহার বিতরন করা হয়েছে। বৃষ্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২ ঘটিকায় নবীগঞ্জ সরকারী কলেজ সংলগ্ন আলহেলাল কমিউনিটি সেন্টারে নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফুর সঞ্চালনায় নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ১৫৬ জন নেতৃবৃন্দের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, যুগ্ম আহবায়ক মজিদুল করিম মজিদ। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য জোসেফ বখত চৌধুরী, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ছাদিকুর রহমান শিশু, ইমামবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দীঘলবাক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি সাধারন সম্পাদক সাদিকুর রহমান, করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাহিদ আলম, দেবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এড. জালাল আহমেদ, আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ দ্বারা মিয়া, কুর্শি ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, বড় ভাকৈর(পশ্চিম) বিএনপির সভাপতি শাহেদ আহমেদ তালুকদার, সাধারন সম্পাদক রিপন দাশ, পানিউমদা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সুশেল মিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সুহেল রিপন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হারুনুর রশীদ হারুন, ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাহিদ মেহবুব, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহি চৌধুরী, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য ও জাতীয়তাবাদী আইন ছাত্রফোরাম কেন্দ্রীয় নির্বাহি কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ফোয়াদ হাসান রাজন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সুহেল, নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদল সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাইফুর রহমান রাজন, উপজেলা ছাত্রদল নেতা সুহেদ আহমেদ, কপিল আহমেদ, কলেজ ছাত্রদল নেতা তৌহিদ চৌধুরী, রুবেল মিয়া, আনোয়ার হোসাঈন প্রমুখ। সভাপতির বক্তব্যে সরফরাজ আহমেদ চৌধুরী বলেন, দেশের এই ভয়াবহ করোনা ভাইরাসের মধ্যে মানুষ খুবই মানবেতর জীবন যাপন করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, প্রবাসী নেতৃবৃন্দের সহযেগিতায় আমরা নবীগঞ্জ উপজেলায় বেশ কয়েক ধাপে সাধারন মানুষদের মধ্যে বিএনপির পক্ষ থেকে ত্রান বিতরন করেছি। কিন্তুু নবীগঞ্জের প্রবাসী সাবেক ছাত্রনেতারা যারা আজ জীবিকার তাগিদে বিদেশে অবস্থান করছেন তারা সম্মিলিতভাবে একটি ফান্ড গঠন করে নবীগঞ্জের ত্যাগী, নির্যাতিত, কারাবরনকারী, নেতাকর্মীর জন্য করোনা মহামারী ও পবিত্র ঈদুল আযহায় উপহার পাঠিয়েছেন তাই আজ আমরা সত্যিই আবেগে আপ্লুত ও আনন্দিত। আপনারা সবাই অসহায় মানুষদের পাশে দাড়ান ও সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাফেরা করুন। নিরাপদে থাকুন ও পরিবারের সবাইকে নিরাপদে রাখুন। SHARES করোনা আপডেট বিষয়: