ময়মনসিংহ বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত ১৩ জন দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, মে ৮, ২০২০ ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ বিভাগে নতুন করে ১৩ জনের করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।শুক্রবার (৮ মে) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে সুনামগঞ্জের আছে দুইজন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ বলেন, ময়মনসিংহ বিভাগে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ জন। এছাড়াও সুনামগঞ্জের রয়েছে দুইজন। তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নার্সসহ জেলা সদরে ৩ জন, ভালুকায় ১ জনসহ সয়মনসিংহ জেলায় ৮ জন। এ ছাড়া জামালপুরে ১ জন, নেত্রকোনার মোহনগঞ্জ ৩ জন ও দূর্গাপুর-১ জন। অপরদিকে সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় রয়েছে ২ জন। ময়মনসিংহ জেলা সিভিল সার্জন একেএম মসিউল আলম বলেন, ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৪১৬ জন। ময়মনসিংহ জেলায় ২০৪ জন, জামালপুর জেলায় ১০২ জন, নেত্রকোনা জেলায় ৭৪ এবং শেরপুর জেলায় ৩৬ জন। এদিকে আজ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। মোট ছাড়পত্র পেয়েছেন ৮২ জন বলেও জানান তিনি। SHARES অপরাধ বিষয়: