ভালুকায় বালুর ট্রাক বিদ্যুতায়িত হয়ে চালকসহ নিহত ২ দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মে ৮, ২০২০ ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় বালুর ট্রাক বিদ্যুতায়িত হয়ে ট্রাকের চালকসহ দুই জন মারা গেছে। নিতরা হলেন, ট্রাক চালক রাজু পিতা নাজিম উদ্দিন ও বালু শ্রমিক স্বাজন মিয়া (২০) পিতা মনির উদ্দিন। নিহত দুই জনই উপজেলার মল্লিক বাড়ি বাসাবো গ্রামের বাসিন্দা। শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার থানার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভালুকা থানার ওসি মাইন উদ্দিন বলেন, ট্রাক থেকে বালু আনলোড করার সময় ট্রাক বিদ্যুতায়িত হলে স্বাজন বালু নামাতে ট্রাকে উঠলে স্বাজন বিদ্যুৎপৃষ্ঠে হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে ট্রাকে বসে থাকা চালকও ঘটনাস্থলেই মারা যায়। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। SHARES অপরাধ বিষয়: