পরিবহনে চাঁদাবাজির সময় ৯ জন গ্রেপ্তার দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, মে ১০, ২০২০ ময়মনসিংহ প্রতিনিধি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আরো নয় জনকে আটক করেছে গোয়েন্দারা। শনিবার (৯ মে) মহাসড়কের বাইপাস মোড় থেকে তাদের আটক করে ময়মনসিংহ জেলার গোয়েন্দা পুলিশের একটি দল। আটককৃতরা হলেন, স্বজন মিয়া (৪২), রাব্বী (২২), কামরুজ্জামান (৩৫), আল আমিন (২৩), হান্নান কবীর (২২), শফিকুল ইসলাম (৩০), মোতালেব (৩৫), ফারুক আহমেদ (৫০) ও আলাল মিয়া (৩৫)। তাদের বাড়ি শহরের মাসকান্দা, বাঘমারাসহ বিভিন্ন এলাকায়। গাড়িতে যাত্রী উঠিয়ে দেবার নাম করে চালকদের কাছ থেকে চাঁদা আদায় করতেন তারা বলে অভিযোগ রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, ছদ্মবেশে ডিবি পুলিশের একটি দল মাইক্রোবাস নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়ে অবস্থান করে হাতেনাতে চাঁদা নেওয়ার সময় নয় জনকে আটক করে। এর আগেও ছয়জনকে আটক করে মামলায় আদালতে পাঠানো হয়েছিল। মহাসড়কে চাঁদাবাজি বন্ধে শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, “চাঁদাবাজির সাথে জড়িত যেই থাকুক, কোনো ছাড় নয়। সড়কে চাঁদাবাজি রোধে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে পুলিশ। SHARES সারা দেশ বিষয়: