ময়মনসিংহের যাত্রা শিল্পীরা পেল ঈদ উপহার।

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

ষ্টাফ রিপোর্টার,ময়মনসিংহ :

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় ময়মনসিংহ বিভাগের দুস্থ ও অসহায় যাত্রা শিল্পীদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট অভিনেতা, বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক ও ভালুকা নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক এ.এস.এম সাখাওয়াত হোসেন সেলিম। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডস্থ কার্যালয়ে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন দুস্থ ও অসহায় যাত্রা শিল্পীদের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। এবিষয়ে অভিনেতা সাখাওয়াত হোসেন সেলিম বলেন, “বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে দুস্থ ও অসহায় যাত্রা শিল্পীদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার এ ধরণের সহযোগীতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” এসময় সমাজের বিত্তবানদেরকে অসহায় যাত্রা শিল্পীদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান তিনি।