বগুড়ায় ওসিদের রদবদল। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২০ বগুড়ায় ওসিদের রদবদল। রবিউল ইসলাম রবি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ৩ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে রদবদলের আদেশ দিয়েছেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, বিপিএম (বার)। জানা যায়, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামানকে শিবগঞ্জ থানায় পদায়ন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে শেরপুর থানায় পদায়ন এবং শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরকে বগুড়া সদর থানায় পদায়ন করা হয়েছে। বুধবার দুপরে এই রদবদলের আদেশ দেয়া হয়। বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়া সদর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পাওয়া হুমায়ুন কবির ১৯৯৬-২০০১ পর্যন্ত বগুড়া সদর থানায় টিএসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি ডিবিতে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পরে ২০১৮ সালের ৩ আগস্ট তিনি শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। শিবগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান বগুড়া সদর থানায় যোগদান করেন ২০১৮ সালের ১২ মে। যোগদানের পর থেকে তিনি কাজের মাধ্যমে সবার কাছে ওসি আংকেল হিসেবে বেশ পরিচিত লাভ করেছেন। শেরপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর (ওসি) হিসেবে শিবগঞ্জ থানায় যোগদান করেন। এর আগে তিনি বগুড়ার ধুনট থানায় ২০১৫-১৬ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। SHARES সারা দেশ বিষয়: