গোপালপুরে ৪টি প্রাথমিক বিদ্যালয় ও ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপ।

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

গোপালপুরে ৪টি প্রাথমিক বিদ্যালয় ও ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন।


মো. অমিত হাসান, গোপালপুর।

টাঙ্গাইলের গোপালপুরে দ্বিতল ভবন উদ্বোধনসহ চারটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছোট মনির। শুক্রবার দিনব্যাপী উপজেলার আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করাসহ আলমনগর দাখিল মাদ্রাসার ৪-তলা একাডেমিক ভবন, কুমুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জোত আতাউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। একই দিনে ফলদা বাজার নয়া পালপাড়া ভায়া চরপাড়া রাস্তায় ৮১ মিটার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় টাঙ্গাইল জেলা বাস-মিনি-কোচ ও মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মির্জা আসিফ মাসুদসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।