শিবগঞ্জে অফিসার্স ক্লাবের বিদায় সংবর্ধনা পেলেন ওসি মিজান। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৪:৪৭ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২০ শিবগঞ্জে অফিসার্স ক্লাবের বিদায় সংবর্ধনা পেলেন ওসি মিজান। রবিউল ইসলাম রবি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের বিদায় সংবর্ধনা পেলেন শিবগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরের সভাপতিত্বে রবিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মিজানুর রহমান, শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তৌফিক মাহমুদ তৌফিক প্রমুখ। পরে বিদায়ী ওসিকে ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, বিপিএম (বার) এর অফিস আদেশের প্রেক্ষিতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে শেরপুর থানায় পদায়ন করা হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর (ওসি) হিসেবে শিবগঞ্জ থানায় যোগদান করেন। এর আগে তিনি বগুড়ার ধুনট থানায় ২০১৫-১৬ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। SHARES সারা দেশ বিষয়: