সিংড়ার ইটালী ইউপি চেয়ারম্যান আরিফের ১৫০ পরিবারের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতর।,

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

সিংড়ার ইটালী ইউপি চেয়ারম্যান আরিফের ১৫০ পরিবারের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতর।


মোঃএমরান আলী রানা (নাটোর)সিংড়া সংবাদদাতা ||

নাটোরের সিংড়া উপজেলার ৩ নং ইটালী ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি-৩ এর অর্থায়নে ১৫০টি পরিবারের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে করোনা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে স্বাস্থ্য সু-রক্ষায় দরিদ্র ও ঝুঁকির্পূণ পরিবারের মাঝে এই স্বাস্থ্য সামগ্রী বিতরন করা হয়।এসব স্বাস্থ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে (সাজিক্যাল মাস্ক,হাত ধোয়া সাবান ও ব্লিচিং পাউডার)রয়েছে। পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম আরিফের পক্ষে পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মকলেছুর রহমান, ইটালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ বেলাল উদ্দিন খাঁন, ইউপি সদস্য রুহুল আমিন, পরিষদের সচীব মোঃ মাহফুজ আলম এসময় উপস্থিত থেকে এই স্বাস্থ্য সামগ্রী বিতরন করেন।