কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ আটক-১।

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজা সহ আটক-১।


এ এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি অভিযানিক দল ১ জুলাই ২০২০ ইং রোজ বুধবার বিকেল ০৫.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন শালঘর মধুয়া পশ্চিম পাড়া গ্রামস্থ চাঁদ আলী জোয়াদ্দার এর বাড়ীর সামনের কাচা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০২ (দুই) কেজি গাঁজা,এবং নগদ এক হাজার তিনশত টাকা সহ জেলা-কুষ্টিয়ার কুমারখালী থানাধীন শালঘর মধুয়া পশ্চিমপাড়া এলাকার চাঁদ আলী জোয়ার্দ্দারের ছেলে জিয়াউর রহমানকে আটক করে। পরে উদ্ধারকৃত আলামতসহ ধৃত জিয়াউর রহমানের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।