শিবগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৪:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২০ শিবগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। রবিউল ইসলাম রবি (বগুড়া) প্রতিনিধি|| বগুড়ার শিবগঞ্জ থানা এলাকায় পৃথক ২টি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মামুনসহ ৩জনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ । জানা যায়, শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার থানা এলাকার মহাস্থান ব্রীজ এর নিকট থেকে ফেন্সিডিনসহ মাদক ব্যবসায়ী মামুন (২৪) ও মোজাহার আলী (৩২) কে আটক করে। অপরদিকে পৌর এলাকার বেড়াবালা গরিবপুর থেকে গাঁজাসহ মেহেদুল ইসলাম (২৬) কে আটক করেছে পুলিশ। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে। SHARES অপরাধ বিষয়: