কুষ্টিয়ায় ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রকাশিত: ৩:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২০

কুষ্টিয়ায় ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।


কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়ায় ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি অভিযানিক দল শনিবার (০৪ জুলাই) দুপুর ১২.২০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন কাতলামারী বাজারে জান্নাত কনফেকশনারী দোকানের সামনে পাঁকা রাস্তার উপর একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১১৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করে । আটককৃতরা হলো কুষ্টিয়া দৌলতপুর থানাধীন ছিলিমপুর এলাকার হযরত আলীর ছেলে টুটুল হোসেন এবং একই এলাকার মাসুদ রানা এর ছেলে তৌফিক রানা সিয়াম। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটকৃদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মাদক মামলা দায়ের করে র‌্যাব।