যমুনায় পানিতে পড়ে শিশু নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০ যমুনায় পানিতে পড়ে শিশু নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস। মো: অমিত হাসান, গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পানিতে পড়ে মো. খায়রুল ইসলাম (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। খায়রুল গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। শনিবার (০৪ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার অর্জুনা ইউনিয়নে চরভরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, খায়রুল তার নানীর বাড়ি ওই চরভরুয়া গ্রামে বেড়াতে আসেন। শনিবার বিকালে নানীর সাথে তিল শুকানোর কাজ করছিল। সে কাউকে না বলে একপর্যায়ে খায়রুল নদীর পাড়ে যায়। পরে পানিতে পড়ে নিখোঁজ হয়। এ খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামেন।এ রিপোর্ট লেখাকালীন সময়ে রাত ৮ টা পর্যন্ত খুঁজেও শিশুটির সন্ধান পায়নি তারা।পরে উদ্ধার অভিযান বন্ধ রাখেন ডুবুরিরা। এ ঘটনায় ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. একাব্বর আলী জানান, শনিবার বিকাল ৪ টার দিকে শিশু নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযান শুরু করে।নদীতে পানির ব্যাপক স্রোত থাকায় উদ্ধান কাজ ব্যাহত হয়েছে। তবে উদ্ধার অভিযান রাতে আপাতত স্থগিত রাখা হয়েছে। SHARES সারা দেশ বিষয়: