কুষ্টিয়ায় ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক।

প্রকাশিত: ৬:১১ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২০

কুষ্টিয়ায় ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক।


 কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।।   কুষ্টিয়া ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের মাথপুর গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মোঃ আশিকুর রহমান এর নিজ বসতবাড়ি থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে ইবি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আরিফ। জানা যায় আশিকুর রহমান দীর্ঘদিন যাবত নানা কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা করে আসছিলেন। সেই সূত্র ধরেই গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে ইবি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আরিফ এর নির্দেশনায় এসআই মোঃ সাখায়েতুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আশিককে তার নিজ বাড়ি থেকে হাতেনাতে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আশিকুর রহমান কুষ্টিয়া ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নের মাথপুর গ্রামের রোজদার আলী ফকিরের ছেলে। এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ জানান তাকে আমরা হাতেনাতে আটক করেছি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।