সবুজ বাংলাদেশ” বাঁশখালী উপজেলা কমিটি গঠিত: সভাপতি প্রান্ত বড়ুয়া, সচীব ফরহাদ। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ “সবুজ বাংলাদেশ” বাঁশখালী উপজেলা কমিটি গঠিত: সভাপতি প্রান্ত বড়ুয়া, সচীব ফরহাদ। ————————————————————— এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি। “গ্রীন হাউজ থেকে রক্ষা পেতে আসুন বনায়ন নিয়ে কাজ করি”- শ্লোগানে সবুজ বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয়ে সারাদেশব্যাপী কাজ করে যাওয়া গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাতীয় স্বেচ্ছাসেবী ও সমাজ উন্নয়নমুলক সংগঠন “ সবুজ বাংলাদেশ” চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা শাখা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। প্রান্ত বড়ুয়া অনয়কে আহ্বায়ক, মিজবাহ উল হক, মোহাম্মদ নাহিদ ও শাহাব উদ্দিন তালুকদারকে যুগ্ন আহ্বায়ক এবং মোহাম্মদ ফরহাদুল ইসলাম কে সদস্য সচীব করে ৪১ সদস্যবিশিষ্ঠ শক্তিশালী আহ্বায়ক কমিটি ঘোষনা করো হয়। ৬ জুলাই, সোমবার রাত ৮ টার সময় বাঁশখালী উপজেলা সদরে আয়োজিত এক সাধারন সভায় সবুজ বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আরিফুল হক তায়েফ ও সাধারন সম্পাদক ইব্রাহিম সুমন বাঁশখালী উপজেলা শাখা কমিটি অনুমোদন করেন বলে সংগঠনের এক প্রেস রিলিজে জানানো হয়। কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক হিসেবে মোহাম্মদ মিসবাউল হক,শাহাব উদ্দিন তালুকদার, মোঃ নাহিদ, আলমগীর হোসাইন,তৌহিদ রানা, আনিসুর রহমান,মোহাম্মদ শামিম,শাহিন ইকবাল নাইম,শাহাদাত হোসাইন, মোবিন তালুকদার জিসান আলি,মোহাম্মদ শাকিল,সোহানা সিদ্দিকা এবং সদস্য হিসেবে আছে মোহাম্মদ জাহেদুল ইসলাম,ইউনুস তালুকদার, মোহাম্মদ আরিফ উদ্দিন,লোপা বড়ুয়া,অর্চি বড়ুয়া, অভিষেক বড়ুয়া, আবিদুল ইসলাম মারুফ,মোহাম্মদ আয়েস উদ্দিন, অমিত বড়ুয়া, হুমায়ুন কবির, রহিম উল্লাহ, ইমরান চৌধুরী, জাহেদুল ইসলাম, জোনাইদ হোসাইন,মোহাম্মদ মহিউদ্দিন, মোঃ পনির, মোহাম্মদ রাশেল, আমিনুল কবির সুমন,নজরুল ইসলাম, মোহাম্মদ জসিম, এন টি মোর্শেদ, বিজয় বড়ুয়া, রাহুল জান্নাত,তাসলিমা সুলতানা, নির্ভীক বড়ুয়া, মোহাম্মদ শাহেদ,মোহাম্মদ রুবেল প্রমুখ:। নব গঠিত আহ্বায়ক কমিটি বিশ্বব্যাপী গ্রীন হাউজের ক্ষতি থেকে বাঁশখালী উপজেলাকে রক্ষা করতে এবং সাগর-পাহাড়ের সমন্বিত এলাকা বাঁশখালীকে একটি সবুজ সুন্দর প্রাকৃতিক নান্দনিকতায় অনন্য উপজেলা হিসাবে গড়ে তুলতে সামাজিক বনায়নে নিয়মিত বৃক্ষরোপন ও তার রক্ষনাবেক্ষন, জলবায়ু পরিবর্তন, দূষনমূক্ত খাবার ও পানি পানের ব্যবস্থাকরন সহ পরিবেশের উন্নয়নে স্বেচ্ছাশ্রমের মানষিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। SHARES সারা দেশ বিষয়: