বগুড়ায় গাবতলীর উজগ্রাম টু ডাকুমারা সংযোগ সড়কের বেহাল দশা, দেখার কেউ নেই। দৈনিক স্বদেশকণ্ঠ দৈনিক স্বদেশকণ্ঠ প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২০ বগুড়ায় গাবতলীর উজগ্রাম টু ডাকুমারা সংযোগ সড়কের বেহাল দশা, দেখার কেউ নেই। রবিউল ইসলাম রবি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার গাবতলী উপজেলার ১১ নং দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম থেকে ডাকুমারা বাজার পর্যন্ত একমাত্র সড়কটির বেহাল দশা, দেখার কেউ নেই। শনিবার সরেজমিনে গিয়ে ঐ এলাকার ভোগান্তীর শিকার ততোধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ এক বছর যাবত এই ৫ কিলোমিটার রাস্তাটির বেহালদশা, রাস্তার অধিকাংশ জায়গা ভাঙ্গা ও বেশ কিছু স্থানে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। নিন্ম মানের কাজের ফলে রাস্তাটির পিচ, খোয়া, বালুর সাথে বৃষ্টির পানি মিলেমিশে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। বড় গর্তে যখন ট্রাক বা ভারী যানবাহন আটকে যায়, তখন সৃষ্টি হয় যানজট। সামান্য বৃষ্টিতে গর্তে পানি জমে যায় এতে চালকদের সমস্যা দ্বিগুন বেড়ে যায়। বিষয়টি নিয়ে দক্ষিণপাড়ার অটোভ্যান চালক হাবিবুর রহমান ও দুখু মিয়া বলেন, করোনার মাঝে আমরা প্রতি অটোভ্যানে অতিরিক্ত চারজনের বেশি যাত্রী তুলতে পারিনা। এই রাস্তা খারাপ হওয়ার কারণে চারজন যাত্রী নিয়ে চলাচল করা আমাদের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাস্তা খারাপ হবার কারণে অনেক সময় আমাদের গাড়ির চাকা গর্তে পড়ে তা নষ্ট হয়ে যাচ্ছে এবং মাঝে মধ্যে ছোট খাটো দূর্ঘটনা ঘটছে। লাংলুহাটের ব্যবসায়ী আতিকুল ইসলাম বলেন, রাস্তাটি খারাপ হওয়ার কারণে স্কুল কলেজের ছেলে মেয়েরাসহ সাধারণ মানুষের যাতায়াত করা খুব কষ্টকর ব্যাপার হয়ে দাড়িয়েছে। বিষয়টি নিয়ে ১১নং দক্ষিণপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ছাইফুল ইসলাম বলেন, রাস্তাটির বেহাল দশার কথাটি উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। স্থানীয় সচেতন মহল অতিদ্রুত রাস্তাটির সংস্কার কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। SHARES সারা দেশ বিষয়: