কুষ্টিয়ায় শিশুকে যৌন নিপীড়নকারী মুরব্বী’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পরিবারের সংবাদ সম্মেলন।

প্রকাশিত: ৩:২৪ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২০

কুষ্টিয়ায় শিশুকে যৌন নিপীড়নকারী মুরব্বী’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পরিবারের সংবাদ সম্মেলন।


কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়ার কুমারখালীতে ৩ বছর বয়সী শিশুর উপর যৌন নিপীড়নকারী প্রতবিশেী দাদা ইব্রাহিম বিশ্বাস ওরফে মুরব্বী (৬৫)’র দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা। রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’তে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন শিশুর মা। তিনি বলেন, গত ৩ জুলাই দুপুরে প্রতিবেশি সম্পর্কে দাদা মুরব্বী তার শিশু কন্যাকে চকলেট’র লোভ দেখিয়ে বাড়ির পাশে রাখা সিএনজির মধ্যে নিয়ে যায়। সিএনজির পর্দা নামিয়ে দিয়ে শিশুর উপর যৌন নিপীড়ন চালায়।
এসময় শিশুর চিৎকারে এগিয়ে গেলে সিএনজি থেকে বের হয়ে শিশুর মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় মুরব্বী। ওই দিনই গ্রাম্য সালিশে মিমাংশার চেষ্টা করা হয়। তা না মেনে পরদিন কুমারখালী থানায় মামলা দায়ের করে শিশুর মা।
পুলিশ ৮ জুলাই পলাতক মুরব্বীকে গ্রেফতার করে। এরপর থেকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামীপক্ষের লোকজন। মামলা তুলে না নিলে শিশুকে হত্যার হুমকিও দেয়া হচ্ছে।
এমন অবস্থায় আসামীর জামিন না হওয়া ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা। শিশুর ফুপাত ভাই আশিকুর রহমান বলেন, লম্পট ইব্রাহিম বিশ্বাস ওরফে মুরব্বী এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে। সেই সময় নিজ গ্রাম পান্টি থেকে তাকে বিতাড়িত করা হয়। এমন ন্যাক্কারজনক ঘটনা যাতে আর কারো সাথে না ঘটে সেই জন্য প্রধানমন্ত্রীর কাছে তিনি মুরব্বীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। সংবাদ সম্মেলনে শিশুর বাবা ও ফুপু উপস্থিত ছিলেন।